রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে চাকরিচ্যুত ডিবির এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে ভার্চুয়াল আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
পরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, নগরীর গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী ও সাংবাদিক রাজীব আলী রাতুলের বাবা মাসুদ রানা সরকারের দায়ের করা মামলায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে হাসানের বিরুদ্ধে। এ মামলাতেই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় নিজ বাসা থেকে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।