ঢাকা | বঙ্গাব্দ

বাবা মানে

বাবা মানে
  • আপলোড তারিখঃ 23-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 62743 জন
বাবা মানে ছবির ক্যাপশন: কবি রজব বিন হুসাইন
ad728

বাবা মানে 

✒ রজব বিন হুসাইন 

-------------------------

বাবা মানে চীনের দুর্ভেদ্য প্রাচীর 

যা কঠিন বিপদেও ভেঙে পড়েনা। 


বাবা মানে সুদীর্ঘ উহুদ পাহাড় 

কোনো বাঁধাই যাকে টলাতে পারেনা।


বাবা মানে সুবিশাল নীলাকাশ

যার হৃদয়টা উদার মহান। 


বাবা মানে সুশীতল বাতাস 

যার সান্নিধ্য প্রশান্তি আনে।


বাবা মানে প্রশান্ত মহাসাগর

যার ধৈর্য্যের গভীরতা অপরিসীম। 


বাবা মানে জলন্ত আগ্নেয়গিরি 

যার বুকে শুধু দুখের আগুন। 


বাবা মানে একটা তালগাছ 

যা প্রচন্ড ঝড়েও দাঁড়িয়ে থাকে। 


বাবা মানে বিরাটকায় বট বৃক্ষ 

যা প্রচন্ড দাবদাহে শান্তির স্থান।  


বাবা মানে একটা যন্ত্রদানব 

সুখে দুখে যার কোনো অনুভূতি নেই।


বাবা মানে সুকঠিন মজবুত ঘর

যে ঘরে লাগেনা রৌদ্র তাপ বৃষ্টি ঝড়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার