ঢাকা | বঙ্গাব্দ

খেয়াখাট

খেয়াঘাট
  • আপলোড তারিখঃ 21-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 65950 জন
খেয়াখাট ছবির ক্যাপশন: কবি আনোয়ার হোসেন
ad728

খেয়াখাট

✍🏻আনোয়ার হোসেইন 


নদীর এপার ওপার 

বসত করেন যারা,

হতে পারেনা পারাপার

জলযান ছাড়া ৷


নদীর ধারের আশপাশ

যেতে চাইলে ঘুরতে,

দেখতে পাবে নদীর গড়া

ভাঙ্গে পানির শ্রুোতে ৷


সবুজ শ্যামল গ্রামটি ছিল

সমৃদ্ধ ইতিহাসে ভরা,

নদী ভাঙনে হারিয়ে গেলো

খবর রাখেন কাড়া ?


নৌ-যান নিয়ে মাঝি

বসে থাকে ওই ঘাটে,

সময়ে না পৌঁছালে যাত্রী

নাও পাবেনা ঘাটে ৷


শেষ প্রহরে ঘাটের মাঝি

খেয়া যখন ছাড়ে,

ডাকে মাঝি ঝোরে সারে

দুচোখ পথের দ্বারে ৷


ভরাগাঙ্গের মাঝামাঝি 

উঠলে ঝড় তুফান,

নৌকায় থাকা যাত্রীদের 

ধরফর করে প্রাণ ৷


নদী কূলের লোকজন

বালা মসিবাতে পড়লে,

মালিক বন্দনা ছাড়া

গতি নাই মরলে !


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার