ঢাকা | বঙ্গাব্দ

খেয়াখাট

খেয়াঘাট
  • আপলোড তারিখঃ 21-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 159165 জন
খেয়াখাট ছবির ক্যাপশন: কবি আনোয়ার হোসেন
ad728

খেয়াখাট

✍🏻আনোয়ার হোসেইন 


নদীর এপার ওপার 

বসত করেন যারা,

হতে পারেনা পারাপার

জলযান ছাড়া ৷


নদীর ধারের আশপাশ

যেতে চাইলে ঘুরতে,

দেখতে পাবে নদীর গড়া

ভাঙ্গে পানির শ্রুোতে ৷


সবুজ শ্যামল গ্রামটি ছিল

সমৃদ্ধ ইতিহাসে ভরা,

নদী ভাঙনে হারিয়ে গেলো

খবর রাখেন কাড়া ?


নৌ-যান নিয়ে মাঝি

বসে থাকে ওই ঘাটে,

সময়ে না পৌঁছালে যাত্রী

নাও পাবেনা ঘাটে ৷


শেষ প্রহরে ঘাটের মাঝি

খেয়া যখন ছাড়ে,

ডাকে মাঝি ঝোরে সারে

দুচোখ পথের দ্বারে ৷


ভরাগাঙ্গের মাঝামাঝি 

উঠলে ঝড় তুফান,

নৌকায় থাকা যাত্রীদের 

ধরফর করে প্রাণ ৷


নদী কূলের লোকজন

বালা মসিবাতে পড়লে,

মালিক বন্দনা ছাড়া

গতি নাই মরলে !


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান