হাওরের কথা
-আমিনুল হক নজরুল
আমি হাওর! বিস্তীর্ণ জলরাশি বুকে,
জীবনের ছাপ রাখি শত শত দুখে।
চাষার ঘাম মিশে আমার ঢেউয়ে,
তবু কেন শোষকের থাবা আমার সেঁউয়ে?
শুষ্ক ঋতুতে আমি মাঠের মতই ঢুলি,
ফসল ফলায় যে, সে-ই শেষটায় ভুলি।
নাম তার ‘চাষা’, ভাগ তার শূন্য,
আর ভাগের ভাগে গড়ে উঠে প্রভুদের ধন্য!
বর্ষায় আসি প্লাবনের ছলে,
তখন হায় হায়! মড়ক পড়ে গলে।
কই তখন নেতা? কই তখন দেশ?
হাওরের কান্না কে রাখে রেষ?
আমি তো শুধু প্রকৃতি নই, আমি ইতিহাস,
আমি বাঁচা-মরার হাজারো নিঃশ্বাস।
আমার বুকেই চলে জীবনের খেলা,
তবু আমার গল্পটা বড়ই অবহেলা।
জল নিয়ে আসে জীবন, আবার মৃত্যু,
তবু আমার নামেই চলে উন্নয়নের কপট যুক্তি।
ড্রেজার নামে, প্রকল্প ওঠে,
কিন্তু চাষির কপালে শুধু খালি পঁচা মোঠে!
আমি বলি—না! আমার ঢেউ আর চুপ নয়,
এই হাওরের গর্জনেই ভাঙবে ছলনাময়!
উঠুক জল, উঠুক ঢেউ—হোক ন্যায়ের কথা,
হাওর এখন চায় না করুণা—চায় প্রাপ্যের পথ-চিহ্ন আঁকা!