ঢাকা | বঙ্গাব্দ

নবীনগর প্রেসক্লাবে কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ ও নতুন সদস্যদের বরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা তাদের নিজ নিজ দপ্তরের দায়িত্বভার গ্রহণ ও নতুন সদস্যদের বরণ করা হয়েছে। শনিবার (০১ মার্চ) প্রেসক্লাব কার্যালয়ে দুইটি পর্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ দায়িত্বগ্রহণ ও বরণ অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল ২য় পর্বে ও সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ ১ম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
  • আপলোড তারিখঃ 01-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6686 জন
নবীনগর প্রেসক্লাবে কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ ও নতুন সদস্যদের বরণ ছবির ক্যাপশন: নবীনগর প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ ও নতুন সদস্যদের বরণ
ad728



মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা তাদের নিজ নিজ দপ্তরের দায়িত্বভার গ্রহণ ও নতুন সদস্যদের বরণ করা হয়েছে।

শনিবার (০১ মার্চ) প্রেসক্লাব কার্যালয়ে দুইটি পর্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ দায়িত্বগ্রহণ ও বরণ অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল ২য় পর্বে ও সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ ১ম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রথম পর্বে দীর্ঘদিন পর প্রেসক্লাবে আগত ২৭ জন সদস্যদের ফুল বরণ করে নেয় হয়। দ্বিতীয় পর্বে ক্লাবের বিদায়ী কমিটির সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ ও তার কমিটি নবনির্বাচিত  কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি ও সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মদ উজ্জ্বলসহ ১১ জন সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করে।

 বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, সাংবাদিক মাহবুব আলম লিটন, কান্তি কুমার ভট্টাচার্য, আসাদুজ্জামান কল্লোল, তাজুল ইসলাম চৌধুরী, জহিরুল হক বুলবুল, মো. কামরুল ইসলাম, মো. শাহনূর খান আলমগীর, মোহাম্মদ আব্দুল হাদী, মিঠু সূত্রধর পলাশ, পিয়াল হাসান রিয়াজ, মনিরুল ইসলাম বাবু, মনির হোসেন, আবু কাউছার, এমকে জসিম উদ্দিন, খান জাহান আলী চৌধুরী, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আব্বাস উদ্দিন হেলাল, জামাল হোসেন পান্না, মাজেদুল ইসলাম , মোঃ সফর আলী, কাউছার আহমেদ, খায়রুল এনাম, রাশেদুল ইসলাম, দেবব্রত দাস, টিটন দাস, সাইফুর রহমান বাশার, নাসরিন আক্তার, তানজিনা শিলা, শাফিউল আলম, আলমগীর খন্দকার, মাহাবুবুর রহমান, নুরুল আলম, প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন