রাজশাহী প্রতিনিধি
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে রাজশাহীতে "ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অব কনভেনশনাল এন্ড লাইটিং প্রটেকশন সিস্টেম" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অদ্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮ টায় প্রকৌশল পেশাজীবীদের সংগঠন আইইবি এর উপশহরস্থ কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন রুয়েটের ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মাসুদ রানা। সেমিনারে বজ্রপাতের কারণ ও বজ্রপাতের ক্ষতি থেকে রক্ষা পেতে করনীয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। বজ্রপাতে প্রতিবছর অনেক মানুষের প্রাণহানি ঘটে, স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, এসব ক্ষতির পরিমাণ কিভাবে কমানো যায় সেদিকে দৃষ্টিপাত করা হয়। এছাড়াও সেমিনারে প্রকৌশল খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। প্রকৌশল সেক্টরে চলমান ৯ম ও ১০ম গ্রেডে ডিপ্লোমা কোটা, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আলোচনা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। উপাচার্য বলেন, বজ্রপাতে প্রতিবছর অনেক মানুষ মারা যায়, এ ধরনের প্রশিক্ষণমূলক প্রোগ্রামগুলো বেশিবেশি হওয়া দরকার। এতে আমরা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন ও সচেতন হতে পারবো।
আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) খান মনজুর মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট (মানব সম্পদ উন্নয়ন) শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট (সার্ভিস ও ওয়েলফেয়ার) নিয়াজ উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যান (ইলেক্ট্রিক্যাল ডিভিশন) মোতাহার হোসাইন।
সেমিনার পরিচালনা করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। সেমিনারে রাজশাহীর লোকাল কাউন্সিল মেম্বারগণ, বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।