অষ্টগ্রামে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে বৃক্ষ রোপণ
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দুটি ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান জুলাই-আগস্ট অভ্যুত্থানে অষ্টগ্রামের দুই শহীদ ইমন মিয়া ও তন্ময় চন্দ্র দাসের নামে দুটি আম গাছের চারা রোপণ করেন।
এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, স্থানীয় নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।