ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ 21-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 25020 জন
পানছড়িতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


সেলিম হোসেন মায়া ও ইকবাল হোসাইন,  (পানছড়ি থেকে) :

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াতে ইসলামীর উদ্যোগ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 


শুক্রবার ( ২১ মার্চ)  বিকাল পাঁচটা থেকে পানছড়ি সিনিয়র মাদ্রাসা মাঠে উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।


উক্ত ইফতার মাহফিলে বক্তারা সমাজের সকল অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, নিপীড়ন  ফ্যাসিবাদ, বিচার  বহির্ভূত হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং সুন্দর দূর্নীতিমুক্ত  বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান। 


বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর আক্রমণ ও ভারতে মুসলমানদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পাহাড়ি বাঙালী সম্প্রীতি বজায় রেখে বসবাস, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান।


এসময় পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন এর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, বিশিষ্ট ব্যক্তিবর্গগন সহ জামায়াতে ইসলামী ২ হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নড়িয়ায় বিজেপির কেন্দ্রীয় নেতা জসিমের ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা