ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে হচ্ছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’

অন্তর্বর্তী সরকার দেশের রাজধানী ঢাকার গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নামকরণ করা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।
  • আপলোড তারিখঃ 15-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13963 জন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে হচ্ছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ ছবির ক্যাপশন: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ad728

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকার দেশের রাজধানী ঢাকার গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নামকরণ করা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ জাতীয় স্টেডিয়াম, ঢাকা করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপণের অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক, স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা