ঢাকা | বঙ্গাব্দ

ইটনায় বজ্রপাতে এক কৃষক নিহত

ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে নিরোধ দাস (৫৫) নামের এক কৃষক নিহত।শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং নয়া হাটি গ্রামে ধানের খলায় বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত নিরোধ দাস ঐ গ্রামের মৃত বিস্নু দয়াল দাসের ছেলে।
  • আপলোড তারিখঃ 16-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 115735 জন
ইটনায় বজ্রপাতে এক কৃষক নিহত ছবির ক্যাপশন: ইটনায় ব্জ্রপাতে নিহত নিহত নিরোধ দাস। ছবি: আজাদ হোসেন বাহাদুল।
ad728



ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে নিরোধ দাস (৫৫) নামের এক কৃষক নিহত।শুক্রবার (১৬ মে) দুপুরে  উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং নয়া হাটি গ্রামে ধানের খলায় বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত নিরোধ দাস ঐ গ্রামের মৃত বিস্নু দয়াল দাসের ছেলে।


পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে বাড়ির সামনে নিজের ধানের খলায় খড় শুকানোর সময় হঠাৎ বৃষ্টি সহ বজ্রপাত শুরু হয়। নিরোধ দাস দৌড়ে বাড়ির দিকে রওয়ানা হলে আকস্মিক তার শরীরে বজ্রপাত আঘাত হানে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হয়।


ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির খলায় কাজ করার সময় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।