ঢাকা | বঙ্গাব্দ

২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের

আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস এবং বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
  • আপলোড তারিখঃ 15-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 111764 জন
২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


স্টাফ রিপোর্টার:

আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস এবং বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

শনিবার (১৫ মার্চ) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের মতো আনন্দদায়ক একটি উৎসব উদযাপনের জন্য মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন, এমনটাই আমরা প্রত্যাশা করি। অতএব, ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন ভাতা ও ঈদ বোনাস অবশ্যই পরিশোধ করতে হবে। আর এই বিষয়টি সঠিকভাবে তদারকির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতি আহবান জানান তারা।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত