ঢাকা | বঙ্গাব্দ

শার্শায় ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষে লিফলেট বিতরণ সহ আগামী নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 31-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5738 জন
শার্শায় ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: মতবিনিময় সভা
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষে লিফলেট বিতরণ সহ আগামী নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার(৩১ অক্টোবর)বিকালে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষের মনোনয়ন প্রতাশী খায়রুজ্জামান মধু। 


বিশের অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন।


এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ সভাপতি আহম্মদ আলী শাহিন,সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু,স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা,ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক রুহুল আমিন,উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি  সোহরাব হোসেন,জেলা কৃষক দলের সদস্য মিলন হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন প্রমুখ। 


এর আগে প্রধান অতিথি নেতৃবৃন্দের সাথে নিয়ে বাজারে জনসাধারণের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফার তাৎপর্য তুলে ধরে লিফলেট বিতরণ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান