ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের চান্দগাঁও খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকার মোহরা কাজির হাট বাজার সংলগ্ন খাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • আপলোড তারিখঃ 15-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34779 জন
চট্টগ্রামের চান্দগাঁও খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: মরদেহ উদ্ধার করা খাল
ad728




আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকার মোহরা কাজির হাট বাজার সংলগ্ন খাল থেকে  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


স্থানীয়রা ধারণা করেছেন, বৃহস্পতিবার(১৪আগস্ট) রাত ২টার দিকে বৃষ্টিতে একটি স্কেভেটর উল্টে যায় এবং চালক নিচে চাপা পড়ে মারা যান।


শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি খাল থেকে ভেসে ওঠে। 


স্থানীয় এক দোকানদার জানিয়েছেন, বৃহস্পতিবার(১৪আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বৃষ্টিতে এখানে একটি স্কেভেটর উল্টে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। আমরা তাদের জানিয়েছিলাম, একজন লোক স্কেভেটরের নিচে চাপা পড়ে আছে। কিন্তু তারা কোনো উদ্ধার অভিযান চালায়নি। আজ বিকেলে লাশটি ভেসে ওঠে।


চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।