ঢাকা | বঙ্গাব্দ

‎পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সভা অনুষ্ঠিত ‎

‎পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” এর নিবন্ধনকালীন প্রথম ব্যবস্থাপনা কমিটি সহ সদস্যদের নিয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত।
  • আপলোড তারিখঃ 02-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 79928 জন
‎পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সভা অনুষ্ঠিত  ‎ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


‎পানছড়ি প্রতিনিধি,   খাগড়াছড়ি পার্বত্য জেলা :

‎পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” এর নিবন্ধনকালীন প্রথম ব্যবস্থাপনা কমিটি সহ সদস্যদের নিয়ে  বার্ষিক সভা অনুষ্ঠিত।  

‎২ মে ২০২৫, শুক্রবার বাদ জুমা পানছড়ি  মায়া কাননে বার্ষিক সভায় সমিতির  সভাপতি  মোঃ ইব্রাহীম এর সভাপতিত্ব করেন।

‎এ সময় অন্যান্যদের মধ্যে প্রতিষঠা কালীন আহবায়ক  রুমেল মারমা নিবন্ধনকালীন প্রথম ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি  মোঃ খলিলুর রহমান, সম্পাদক জাহিদুল হোসেন,কোষাধ্যক্ষ চন্দন দেবনাথ, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ আমির হোসেন,সুকেল চাকমা সহ অন্যান্য সদস্যগন উপস্থিত  ছিলেন 

‎সভার শুরুতেই সমিতির  গঠনতন্ত্র  পাঠ করে শুনানো হয়। সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধন-২০০২ ও ২০১৩) এর ধারা ১৮(৩) মোতাবেক নিবন্ধনকালীন অনুমোদিত কমিটির মেয়াদ আদেশ জারীর তারিখ হতে ০২(দুই) বৎসরের জন্য বলবৎ থাকবে। এ মেয়াদের মধ্যে অনুমোদিত ব্যবস্থাপনা কমিটি সমবায় সমিতি আইন ও সমবায় সমিতি বিধিমালা মোতাবেক নির্বাচন অনুষ্ঠান পূর্বক নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করবে।

‎এছাড়াও  ফলজ ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন  বিষয়াবলি  নিয়ে আলোচনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত