হস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মাদরাসায় কাদিয়ানি বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ঢাকা মহানগরীর ৪নং জোনের উদ্যোগে গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জোন সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।
মাওলানা রাব্বানী বলেন, “কাদিয়ানি সম্প্রদায় দীর্ঘদিন ধরে মুসলমানদের ঈমান-আকিদা নষ্ট করছে। আলেম-ওলামা ও তৌহিদি জনতা বহুদিন ধরে তাদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকার সে দাবি উপেক্ষা করছে। সরকার যদি শান্তিপূর্ণ দাবিকে মান্য না করে, তবে প্রয়োজনে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করা হবে।”
তিনি আরও বলেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা সব মুসলমানের অভিন্ন দাবি। রাজনৈতিক দলগুলোকে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে এ বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখে মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের আহ্বানে আন্তর্জাতিক মহাসম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি সুলতানা মহিউদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা জুবাইর আহমদ, মাওলানা রাশেদ বিন নূর, ইসলামিয়া ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল কাইউম, মাওলানা সানাউল্লাহ হাফিজ্জী, মাওলানা সানাউল্লাহ খান, মুফতি হাবিবুর রহমান, মাওলানা শামসুদ্দিন বড়াইলি, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।