আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উদযাপনে শোভাযাত্রা।
চট্টগ্রামে মহানগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে শোভাযাত্রা হয়েছে।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভল্যুশনের উদ্যোগে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘী মাঠে গিয়ে শেষ হয়েছে।মাঠে আলোচনা সভা, সালাতু সালাম ও মোনাজাতের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ।মিলাদুন্নবী উদযাপনে শতাধিক পীর-মাশায়েখ, আলেম-ওলামা, গবেষক ও শিক্ষাবিদসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, মহানবীর আগমন মানবজাতির জন্য আল্লাহর সর্বোচ্চ রহমত। তিনি সত্য ও মানবতার আলো, জ্ঞানবিজ্ঞান ও কল্যাণের উৎস। নবীর দিকনির্দেশনা ছাড়া মানবজীবন ও মানবিক সমাজ টেকসই হতে পারে না। তার শিক্ষা থেকে দূরে সরে গেলে অবিচার, সন্ত্রাস ও স্বৈরাচার বিস্তার লাভ করে।
বক্তারা আরও বলেন, মানবতার মুক্তি ও কল্যাণের জন্য প্রিয় নবীর দিকনির্দেশনায় খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করা জরুরী।
আলোচনা শেষে মহানবীর প্রতি দরুদ ও সালাম পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।