সময়ের স্রোতে
হুমায়ুন কবীর বাবলু
নৌকার পাল গুলি ছিড়ে গেছে
তাই মাস্তুল আজ হারিয়ে গেছে,
মাঝি আর টানে না দাঁড়
কন্ঠে গান নাই আজ তার।
গুনটানা মানুষ গুলি
হারিয়ে গেলো কালের গহ্ববরে,
পদ্মার বুকে তৃষ্ণা আজ
জল নেই - নেই মাছ
মরুদ্যান হয়েছে তার।
পদ্মার গা ঘেঁষে গাঁয়ের কচিকাঁচা
খেলতো সারাবেলা-
পদ্মার জলেতে সাঁতরিয়ে ভেসে ভেসে,
কোথায় হারিয়ে গেলো সেই ছেলে বেলা।
বড় অদ্ভুত এই জীবন
ভাবি বসে কালান্তরে আমি এখন,
জৌলুস সবার হরিয়ে যায়
সবাই চলে গেছে - চলে যায় - চলে যাবে।