ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-২

ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী অটো-রিকশা- মাহিন্দ্র সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং অপর দুইজন আহত হয়েছে।
  • আপলোড তারিখঃ 06-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 589 জন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-২ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



 গফরগাঁও (ময়মনসিংহ)  প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রীবাহী অটো-রিকশা- মাহিন্দ্র সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং অপর দুইজন আহত হয়েছে।

আজ বুধবার (৬ আগষ্ট) দুপুর ২ টার দিকে ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ে সড়কে হাটুরিয়া কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই যাত্রীরা হলেন- উপজেলার হাটুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুনজু মিয়া (৪০) ও যশরা গ্রামের মোঃ অহেদুল্লাহর ছেলে আলাউদ্দিন (৫০)।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুর্ঘটনায় আহত দুজনেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর ২ যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

কবিতা: তোকে নিয়ে ইচ্ছে ডানা