সম্রাট রোমান, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর সদর হাসপাতালে ১০ দফা দাবিতে মানববন্ধন করেছেন নার্সিং ও মিডওয়াইফারি পেশায় কর্মরত নার্সরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নার্সিং পেশাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় নার্সিং কমিশন গঠন, যুগোপযোগী নিয়োগবিধি প্রণয়ন, সুপারিনটেনডেন্টদের ৭ম থেকে ৫ম গ্রেডে উন্নীতকরণ এবং নার্সিং সুপারভাইজার ও মিডওয়াইফারি পদকে যথাক্রমে ১০ম ও ৯ম গ্রেডে উন্নীত করার দাবি জানান।
নার্সিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “নার্সিং ও মিডওয়াইফারি বিশ্বব্যাপী একটি স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ পেশা। অথচ দেশে একদল স্বার্থান্বেষী মহল এই পেশাকে শিক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তরের অধীন করার অপচেষ্টা চালাচ্ছে, যা নার্সিং সেবার মানকে ক্ষতিগ্রস্ত করবে।”
তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৯৭৭ সালে গঠিত নার্সিং প্রশাসন সেবা পরিদপ্তর এখন একটি স্বাধীন ও স্বতন্ত্র অধিদপ্তর হিসেবে কাজ করছে। কিন্তু বর্তমান সরকারের সিদ্ধান্ত এই পেশার স্বাধীনতা ও মর্যাদা নষ্ট করবে।
নার্স ও মিডওয়াইফারিতে কর্মরতরা এ সময় দেশের সব জেলা শহরে একযোগে মানববন্ধন পালন করেন।