ঢাকা | বঙ্গাব্দ

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামের সীমান্ত এলাকার সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণের জন্য সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি'র অধীনস্থ খাদলা নামক নতুন বিওপি অপারেশনাল কার্যক্রম শুরু করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 13-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 209411 জন
৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন ছবির ক্যাপশন: ৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন
ad728


অধ্যাপক শেখ কামাল উদ্দিন, কসবা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামের সীমান্ত এলাকার সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণের জন্য সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি'র অধীনস্থ খাদলা নামক নতুন বিওপি অপারেশনাল কার্যক্রম শুরু করা হয়েছে।

"বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক" এই মূলমন্ত্রে দিক্ষীত হয়েবুধবার ১২ মার্চ বিজিবি’র কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিবিজিএম উপস্থিত থেকে উক্ত বিওপি’র অপারেশনাল কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, সহকারী পরিচালক মতিউর রহমান, খাদলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোবারক হোসেনসহ অন্যান্য সসদ্যগণ।

কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, পিবিজিএম জানান, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস অভিমত ব্যক্ত করেছেন সরাইল রিজিয়নে একটি নতুন বিওপি হিসেবে খাদলা বিওপি যুক্ত হওয়ায় এই বিওপি’র মাধ্যমে সীমান্ত রক্ষাসহ সীমান্তে সকল অপরাধ নিয়ন্ত্রণ আরও অধিকতর সফল হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান