ঢাকা | বঙ্গাব্দ

‎পানছড়িতে দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। ‎

‎প্রোগ্রাম এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় দিনব্যাপি "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 29-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 83104 জন
‎পানছড়িতে দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।  ‎ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


‎ইকবাল হোসাইন, পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি : 

‎প্রোগ্রাম এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ  ( পার্টনার)  এর আওতায় দিনব্যাপি "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়। 

‎২৯ এপ্রিল ২০২৫; মঙ্গলবার দিনব্যাপি উপজেলা  অডিটোরিয়ামে কৃষি  সম্প্রসারন অধিদপ্তর পানছড়ির আয়োজনে "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" এ উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার সভাপতিত্ব করেন।

‎ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  মোঃ হাসিবুল আলম উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খাগড়াছড়ি পার্বত্য জেলা উপস্থিত ছিলেন। 

‎অন্যান্যদের মধ্যে   উপজেলা খাদ্য কর্মকর্তা  মো. কফিল উদ্দিন,  কৃষি  সম্প্রসারন কমর্কর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ  এর সভাপতি  মো. জাকির হোসেন,  উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক  মো. ইউসুফ আলী,  ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা,  আনন্দ জয় চাকমা,  ভুমিধ রোয়াজা,  উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা,   জামায়াতে  ইসলামী বাংলাদেশ  এর সাধারণ  সম্পাদক  হাফেজ নুরুজ্জামান, সহকারী সমবায় অফিসার আইচ্যুক ত্রিপুরা, পানছড়ি  রিপোর্টার্স ইউনিটির  সভাপতি  মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, সত্যধন পাড়ার পাটর্নার ফিল্ড স্কুলের সভাপতি  মিহির লাল চাকমা, অবনী পাড়ার সম্পাদক দীপ জ্যোতি দেওয়ান, বিভাষ চাকমা আনোয়ার হোসেন, উদৃতি চাকমা, হেম রঞ্জন চাকমা সহ ৫টি  ইউনিয়নের মাঠ পর্যায়ের  ১৮ টি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের ৭৫ জন নেতৃস্থানীয় কৃষক কৃষানী সহ স্থানীয়  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল