ঢাকা | বঙ্গাব্দ

সখিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুরের সখিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকালে সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 20-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 30757 জন
সখিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ad728


মো. রোমান আকন্দ,শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের সখিপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকালে সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাইজুল ইসলাম সরদার ও সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউলের নেতৃত্বে সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বনার্ঢ্য আনন্দ মিছিল বের হয়ে সখিপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ চৌরাস্তার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, 

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর। এসময় স্বেচ্ছাসেবক দলের থানা ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ফাইজুল ইসলাম সরদার বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। সামনে আমাদের প্রধান কাজ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা। তাই সবাই বিভেদ ভুলে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর আমরা বিশ্বাস করি আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে এবং আমাদের প্রিয়নেতা আলহাজ্ব সফিকুর রহমান কিরণ শরীয়তপুর-২ আসনের এমপি হবেন, ইনশাআল্লাহ। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।


প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল মাদবর বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।