ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 20-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 30605 জন
গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ad728



গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে।  

গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বুধবার (২০ আগষ্ট) বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ড্যাব ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ডা. সায়েম মনোয়ার। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা এই সংগঠন শুরু থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আগামী দিনে আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হক মনন, 

সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার,

সদস্য সচিব সেলিম মিয়া,

পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ বাপ্পী, সদস্য সচিব আজহারুল ইসলাম রিজভী,

পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের 

আহ্বায়ক মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমানসহ উপজেলা, পৌর ও পাগলা থানা  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, পৌরসভার ওয়ার্ড নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে মাঠে থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হলো, ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে গণআন্দোলনকে সফল করা।

কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা শেষে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং পৌর এলাকায় ডাস্টবিন স্থাপন করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।