নিজস্ব প্রতিনিধি :
রাঙ্গামাটি শহরের ভেদভেদি মোনতলা গ্রামে দাদু কর্তৃক ৩ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।
গতকাল সোমবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী শিশুকে বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান জানান, যৌন হয়রানী শিকার হওয়া শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত সুভাষ কুমার চাকমা (৬০) ওরফে জাগুলুক্কে পলাতক রয়েছে।
ভুক্তভোগী শিশুর মা বলেন গত রবিবার রাতে শিশুটি তার দাদু এবং দাদির সাথে ঘুমিয়ে ছিল। পরদিন সোমবার সকালে তার দাদি আমার মেয়ে শিশু এবং শিশুর দাদুকে বিচানায় রেখে কাজে বের হয়। সকাল ৭ টার দিকে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকে। মেয়ের কান্না শব্দ শুনে আমি দেখতে গেলে মেয়ে বিছানা থেকে উঠে আসে এবং দাদু কর্তৃক নির্যাতনের কথা জানায়।
পরে আমি এর প্রতিবাদ করলে আমার শুশুর আমার সাথেও খারাপ ব্যবহার করে।
পরে দুপুরে মেয়ের শারিরীক সমস্যা দেখা দিলে কান্না করতে থাকে এবং শরীরে জ্বর আসে। এটি না কমায় গতকাল (সোমবার) রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করি।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নারী শিশু নির্যাতন প্রতিরোধ সেলের প্রোগ্রাম অফিসার এমদাদ উল্লাহ বলেন এ ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে। হাসপাতালে ভিক্টিমের প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাদীর সম্মতি পেলে মামলা দায়ের হবে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, বিষয়টি পুলিশ অবহিত। এ ঘটনায় মামলা হবে। অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান তিনি।