স্টাফ রিপোর্টার:
সাপাহার বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী নতুন কমিটি গঠন উপলক্ষে এক বিষেশ সভা সাপাহার জেলা পরিষদ ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় অনুুষ্ঠিত বিষেশ সভায় সমিতির আহবায়ক মো: মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাজার বণিক সমিতির উপদেষ্টা মোস্তাক আহম্মেদ, অন্যান্যদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আযাদ, বিশিস্ট ব্যবসায় মোস্তাফিজুর রহমান, গোপাল চন্দ্র মন্ডল প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বক্তব্য শেষে আহবায়ক কমিটির আহবায়ক মোফাজ্জল হোসেন আগামী তিন বছরের জন্য সাপাহার বাজার বণিক সমিতি পরিচালনার জন্য মো: রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)কে সভাপতি ও মো: ইজাবুল হককে সাধারন সম্পাদক করে ১৩সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন।
সমিতির অন্যান্য সদস্যার হলো, সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল হাকিম, সহ-সভাপতি মো: ইদ্রিস আলী, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো আবু সাঈদ, সহ সাংগঠনিক মো: আক্কাস আলী, কোষাধক্ষ্য মো: সায়্যেদুল বাসার, সাধারন সদস্যরা এনামুল হক, মজিবর রহমান, মহিন্দ্র কর্মকার, শ্রী মহিন্দ্র কর্মকার, সাজ্জাদ আলী, সহিদুল ইসলাম, এসময় সাপাহার বাজার বণিক সমিতির সকল সদস্যগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।