ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে তিনমাসের শিশু চুরির অভিযোগ

মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে তিনমাসের এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মারিয়াম ওই এলাকার মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।
  • আপলোড তারিখঃ 02-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17591 জন
মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে তিনমাসের শিশু চুরির অভিযোগ ছবির ক্যাপশন: সংগৃহিত
ad728


স্টাফ রিপোর্টার,মাদারীপুর:

মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে তিনমাসের এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মারিয়াম ওই এলাকার মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।

স্বজন ও এলাকাবাসী জানায়, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হয় মা কানুন আক্তার। পরে সড়কে সামনে দাঁড়ালে তাকে অচেতন করে একদল দুর্বৃত্ত শিশুকে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। দুপুরে জ্ঞান ফিরলে বাড়িতে একা ফিরে আসে কানুন। এরপর স্বজনদের বিষয়টি জানালে খোঁজাখুঁজি শুরু হয়। খবর দেয়া হয় থানা পুলিশকে। শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম।

প্রতিবেশিরা জানায়, মেয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে একা ফিরে আসাটা দুঃখজনক। অজ্ঞানপার্টির সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের উচিৎ এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করা।

মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। আমার আদরের মেয়ের খোঁজ চাই। এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারও চাই।’

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সংগ্রহ করেছে সিসিটিভি ফুটেজ। মেয়েটির মা নিজঘর থেকে শিশুটিকে নিয়ে বের হন। পরে একা ফিরে আসেন। তার আসা-যাওয়ার সময়ের মধ্যে কি ঘটেছিল, বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুকে উদ্ধারে একাধিক টিম কাজ করছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।