ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১০ মে) সকাল ১০ টায় উপজেলা রিসোর্স সেন্টারের এ উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়।
  • আপলোড তারিখঃ 10-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 169271 জন
গফরগাঁওয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার (১০ মে) সকাল ১০ টায় উপজেলা রিসোর্স সেন্টারের এ উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি'র সভাপতিত্বে ও শিক্ষক আজিজুল হক জুয়েলের সঞ্চালনায় "মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি"- এই প্রতিপাদ্যে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরে এ আলম ভূঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রব্বানী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শাহ আলম ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি এ কে এম হাবিবুর রহমান কাজল।

এছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আনচারুল হক সোহাগ, আশ্রাফুজ্জামান, রেদুয়ান বাদশা লালন, শাহাবুব আলম, আজিজুর রহমান রতন, আব্দুল্লা আল রাজি, এমরান হোসেন আকন্দ, শফিকুল আলম আরাফাত প্রমূখ।

সভাশেষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান