শামসুল হক ভূইয়া (গাজীপুর ) রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তারের (৯) মৃত্যুতে গাজীপুরের বির্প্লবর্তা গ্রামে চলছে শোকের মাতম। শিশু কন্যার লাশ দাফনের পর পুরো গ্রাম এক হৃদয়বিদারক পরিবেশে স্তব্ধ হয়ে আছে।
নিহত সায়মা গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকার
বিপ্রবর্তা গ্রামের বাসিন্দা শাহ আলম ও রিনা বেগমের একমাত্র কন্যা। তার বড় ভাই সাব্বির হোসেন এবার একই স্কুল থেকে এসএসসি পাশ করেছে। ছোট্ট সায়মার দাফন হয়েছে তাদের বাড়ির আঙিনায়, দাদা-দাদির কবরের পাশে। সকাল ১১টায় জানাজা নামাজ শেষে কান্না আর হাহাকারের মাঝে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মা রিনা বেগম অস্ফুট কণ্ঠে কাতর স্বরে বলছিলেন, “আমার সায়মার স্বপ্ন ছিলো বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে। প্রতিদিন আমি ওকে স্কুলে নিয়ে যেতাম, কাল ভাই নিয়ে গিয়েছিলো। যাওয়ার সময় বলেছিল— ‘মা, টা টা।’ এরপর আমার মেয়ের মুখ আমি আর দেখি নাই।”
সায়মার বাবা শাহ আলম কাঁপা কণ্ঠে বলেন, “রাতে অনেক খোঁজাখুঁজির