ঢাকা | বঙ্গাব্দ

কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পূনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পূনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ" অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 26-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8349 জন
কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পূনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পূনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ" অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা
ad728



অধ্যাপক শেখ কামাল উদ্দিন,কসবা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পূনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ" অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর মিয়া, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি সবুজ খান জয়, উপজেলা আইসিটি অফিসার মো. জাহিদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মদুর রহমান প্রমুখ।

বক্তারা সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত