শরীয়তপুর প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির মনোনয়ন প্রত্যাশী একে জসিম উদ্দিন ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেন তিনি।
বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য একে জসিম উদ্দিন আগামী নির্বাচনে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ পক্ষ থেকে গরুর গাড়ি মার্কায় ভোট চান। এসময় তাঁর সঙ্গে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় একে জসিম উদ্দিন বলেন, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভাই বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির জন্য কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তরুণরা রাজনীতিতে না এলে দেশের ভাগ্যের পরিবর্তন হবে না, আর ভাল মানুষ না এলেও দেশের উন্নয়ন হবে না। আমরা মানুষের জন্য রাজনীতি করি। আগামীতে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন। আর আমি যদি বিজয়ী হই তাহলে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনকে একটি উন্নয়ন সমৃদ্ধ জনপদে রুপান্তরিত করবো।