ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

  • আপলোড তারিখঃ 16-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9758 জন
কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ছবির ক্যাপশন: দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
ad728



নিজস্ব প্রতিনিধি :

কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে উক্ত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক ও অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল হোসেন। 

বুধবার (১৬ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং জেলা প্রশাসন কিশোরগঞ্জ এর সহায়তায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় জেলার ১৩টি উপজেলার ১৪ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এসময় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অনুষ্ঠান চলছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার