ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

  • আপলোড তারিখঃ 16-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 186765 জন
কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ছবির ক্যাপশন: দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
ad728



নিজস্ব প্রতিনিধি :

কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে উক্ত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক ও অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল হোসেন। 

বুধবার (১৬ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং জেলা প্রশাসন কিশোরগঞ্জ এর সহায়তায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় জেলার ১৩টি উপজেলার ১৪ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এসময় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অনুষ্ঠান চলছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান