ঢাকা | বঙ্গাব্দ

মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর এ.কে কিন্ডারগার্টেনে শনিবার সকালে উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
  • আপলোড তারিখঃ 11-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 23314 জন
মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ
ad728



মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর এ.কে কিন্ডারগার্টেনে শনিবার সকালে উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম কিবরিয়া ও সাংবাদিক খলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আবু মুছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শদুল ইসলাম লিটন, সমাজসেবক শরিফুল ইসলাম, হাবিবুর রহমান, মো. কামাল উদ্দিন, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, নূরে আলম, মো. আনোয়ার খলিলুর।


বক্তারা বলেন, মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করে। তারা শিক্ষার্থীদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল, অভিভাবকদের প্রতি অনুগত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বক্তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


অনুষ্ঠানের শেষ পর্বে মেধাবৃত্তি প্রাপ্ত এবং বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান