ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় টাইফয়েড টিকা দান কর্মসূচির উদ্বোধন।

দেশের বিভিন্ন স্থানের মতো বাগেরহাটের কচুয়ায় ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে সরকারের উদ্যোগে পরিচালিত বিনামূল্যে টাইফয়েড এর টিকাদান কর্মসূচি।
  • আপলোড তারিখঃ 12-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22239 জন
কচুয়ায় টাইফয়েড টিকা দান কর্মসূচির উদ্বোধন। ছবির ক্যাপশন: টাইফয়েড টিকা দান কর্মসূচির উদ্বোধন
ad728



নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট) 

দেশের বিভিন্ন স্থানের মতো বাগেরহাটের কচুয়ায় ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে সরকারের উদ্যোগে পরিচালিত বিনামূল্যে টাইফয়েড এর টিকাদান কর্মসূচি।

১২ অক্টোবর সকাল ৯ টায় কচুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধিত শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড এর টিকা দেয়ার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান । 

এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর.এম.ও ডা: মনি শংকর পাইক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক দেবদাস সাহা সহ বিদ্যালয়ের শিক্ষক গার্ডিয়ানবৃন্দ। 

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মনি শংকর পাইক বলেন, এই কর্মসূচি ১৮ কার্যদিবস ধরে চলবে। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্কুল পর্যায়ে টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ দিন কমিউনিটি ভিত্তিকভাবে বিদ্যালয় বহির্ভূত শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও বাড়ির পাশের ইপিআই টিকা কেন্দ্র থেকেও এ টিকা নিতে পারবেন। 

প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, এই টিকা কার্যক্রমের আওতায় বাগেরহাট জেলায় মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড টিকার আওতায় আনা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান