ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে দুই স্থানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 02-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18036 জন
নাসিরনগরে দুই স্থানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবির ক্যাপশন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ad728



নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।


দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে সরকারী কলেজ মোড়ের চেয়ারম্যান মার্কেট সংলগ্ন এলাকায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


অপরদিকে, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রাথমিক শিক্ষক সমিতি প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাহ ময়দানে আলোচনা সভায় মিলিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী শাহ নেওয়াজ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল হক চকদার, সহ-সভাপতি আব্দুল হাই, সহ-ধর্ম সম্পাদক গোলামনুর মেম্বার, যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন তালুকদার, এম এ মঈন, জাসাস আহ্বায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, সদস্য সচিব সাদেকুর রহমান, তাতীদলের সভাপতি শাহীন মেম্বার, সাধারণ সম্পাদক রিপন মিয়া, মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনা হেনা ও গোলবাহার আক্তার প্রমুখ।


এছাড়াও ছাত্রদল, তরুণ দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।