ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে এসএসসি উত্তীর্ণ ও ০৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও ০৯ জন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 19-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15857 জন
নবীনগরে এসএসসি উত্তীর্ণ ও ০৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ছবির ক্যাপশন: সংবর্ধনা প্রদান
ad728



মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও ০৯ জন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ সভায় সভাপতিত্ব করেন।  শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মো. সুমন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির অভিভাবক সদস্য ও শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম, বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মো. আমজাদ হোসেন। বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, সিনিয়র শিক্ষক খায়রুন নেসা ডেইজী, প্রভাষক আবরার কবির, প্রভাষক আসাদুজ্জামান আরিফ, প্রভাষক জসিম উদ্দিন, প্রভাষক মহিন উদ্দিন খান, শিক্ষক মো. ধন মিয়া, মোস্তফা কামাল, রাফসান আহমেদ প্রমুখ। 


এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।


সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ০৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল