ঢাকা | বঙ্গাব্দ

জাতিসংঘের কার্যালয় চালুর প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

  • আপলোড তারিখঃ 18-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14406 জন
জাতিসংঘের কার্যালয় চালুর প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ঢাকাতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় চালুর প্রতিবাদ ও জুলাই-আগস্ট বিপ্লবের খুনিদের বিচার দাবীতে  ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) বাদ মাগরীব বিক্ষোভ এক মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মহানগর দক্ষিণের সহ-সভাপতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা যয়নুল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন জমিয়তের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, নির্বাহী সদস্য মাওলানা এখলাসুর রহমান ও হুযাইফা ইবনে ওমর। 

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী, সহ-সভাপতি নূর হোসাইন, কাউসার আহমদ, সাধারণ সম্পাদক সাদ বিন জাকির, হাসান মাহমুদ, এনামুল হাসান নাইম, হোসাইন বিন আব্দুল কুদ্দুস, আহমদ আল গাজী, তোফায়েল আহমেদ, সাইফ বিন জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত