নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট।)
কচুয়ায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ,সবক প্রদান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর সকাল ১১ টায় কচুয়া আলিম মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল আলিম শিকদারের সভাপতিত্বে শিক্ষক শরিফুল ইসলাম এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, কচুয়া আলিম মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি এ্যা: মোঃ শাকিল আহমেদ, বাংলাদেশ জামায়েতে ইসলাম কচুয়া উপজেলা শাখার আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, কচুয়া মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি শেখ মনিরুজ্জামান, মাধবকাঠী আহামদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রহমান খান, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম আহমেদ খান, টেংরাখালি হোসাইনিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোঃ আলতাফ হোসাইন, কচুয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হুসাইন, আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসাইন।
এছাড়াও সাবেক ছাত্রদল নেতা এ আলিম ডাবলু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, মাদ্রাসার শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।##