ঢাকা | বঙ্গাব্দ

আজ শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা

আজ (রোববার)আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমা। বেলা ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।
  • আপলোড তারিখঃ 16-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 128757 জন
আজ শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা ছবির ক্যাপশন: ইজতেমায় মুসুল্লিদের একাংশ
ad728

বিশেষ প্রতিনিধি : আজ (রোববার)আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমা। বেলা ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। 

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, রোববার বাদ ফজর বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। তাঁর বয়ানের বাংলায় তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় শুরু হবে হেদায়াতি বয়ান। বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।

ময়দানে প্রায় ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলীগ বিষয়ে মুরুব্বিদের দিক নির্দেশনা শুনছেন দেশ-বিদেশের মুসুল্লিগণ।

 আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্যে ৮টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা—এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।

আখেরি মোনাজাত শেষে তাবলীগের দাওয়াতি কাজে বের হবেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসুল্লিরা। আর এই ধাপের মাধ্যমে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল