আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র রাহাতকে খুন করেছে তার সহপাঠীরা।
বুধবার (৩০শে এপ্রিল) আনুমানিক সকাল ৭টায় হামিদচরের নদী থেকে ফুটফুটে শিশুটির লাশ উদ্ধারের পর জানা যায় এ হত্যাকান্ডের পেছনে কারা।রাহাতের চার সহপাঠীকে এ ঘটনায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
রাহাত ইসলাম (১২) চট্টগ্রাম চান্দগাঁওয়ের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরিদের পাড়ার মো. লিয়াকত আলীর ছেলে ও নগরের সানোয়ারা ভয়েস স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
২৯শে এপ্রিল(মঙ্গলবার) স্কুল ছুটিতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আর ফেরেনি রাহাত। কয়েকজন বন্ধু মিলে পূর্বের একটি ঘটনার জেরে তাকে পিটিয়ে মেরে নদীতে ফেলে দেয়।
সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) জানান, স্থানীয়রা সকাল ৭ টার দিকে হামিদচরে একটি লাশ দেখে খবর দিলে রাহাতের লাশটি পুলিশ উদ্ধার করে।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্তের লক্ষ্যে জিজ্ঞাবাদে জন্য তার চার বন্ধুকে হেফাজতে নেওয়া হয়েছে।