ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে পোনামাছ অবমুক্তকরণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 23-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26648 জন
চট্টগ্রামের ফটিকছড়িতে পোনামাছ অবমুক্তকরণ ছবির ক্যাপশন: পোনামাছ অবমুক্তকরণ
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৩ আগস্ট) ফটিকছড়ি উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মাদ্রাসা ও গুচ্ছগ্রামে এ কর্মসূচি পালন করা হয়।


কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


এ কারণেই খাল-বিল, পুকুর-ডোবা এবং সরকারি জলাশয়ে ব্যাপকভাবে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।