আমাদের প্রেম
বিনয় জানা
মুঠো ভরে দিয়েছিলে ফুল,
আমাদের প্রেম ছিল ভুল!
সূর্য মাথার উপরে যেই,
দেখি ফুল আর ফুল "নেই"!
তোমার আঁচলে নদী ঢেউ,
আজ তাতে ভেসে যায় কেউ!
তুমি এসে তীর ঘেঁষে বসো,
তুমিও কি ভালোবাসা পুষো?
ধূপ হয়ে জন্ম নেব আমি,
আগুন হয়ে জন্মাবে তুমি!
পুড়িয়ে দিও সকল ব্যথা,
রাখবে আমার এই কথা?
আজ তুমি হয়ে যাও যদি,
উলটো ধারার কোনো নদী!
ভেসে যাবো তোমার তরঙ্গে,
আমাদের প্রেম রস রঙ্গে!
--- ০ ---