ঢাকা | বঙ্গাব্দ

-----#বিমূর্তন-----

-----#বিমূর্তন-----
  • আপলোড তারিখঃ 19-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 67585 জন
-----#বিমূর্তন----- ছবির ক্যাপশন: কবি খতিব আলম
ad728

-----#বিমূর্তন----- 

  ---খতিব আলম


জানো,

তোমার নিঃসঙ্গতায়,সবুজ প্রকৃতি সঙ্গ দেয়,

পাখিদের কিচিরমিচির আলাপচারিতায় 

তোমার উপস্থিতি কর্ণ গহ্বরে ভেসে ওঠে, 

হাওরের রাস্তায় আমি এক ক্লান্ত পথিক; 

আকাশ মিশে গেছে সবুজের পরতে পরতে!

হেঁটে যেতে চাই তোমার শহরের দিকে,

কিন্তু দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ আমি। 


জানো, 

এখানে রাতে ঝলমলে আলো নেই, 

আকাশ চমকানো কে আতসবাজি ভাবি ;

কল্পনার দেয়ালে তোমার ছবি আঁকি,

পায়ের নিচে চেপে দেই সারাদিনের ক্লান্তি,

অতঃপর কেটে যায় নির্ঘুম নিশুতি। 


জানো,

ট্রাফিকের বাঁশির শব্দ হারিয়েছে সুর,

ইশারায় বুঝতে পারি যাওয়া নিষেধ, 

আমাকে দেখলে দাঁড়িয়ে যায় সকলেই!

তারপরও আমি তোমার ঘোরে থাকি।

জীবন মানেই কি শুধু প্রতিক্ষার ভোর?

নাকি চলার মাঝেই নতুন আলোর সুর?


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার