ঢাকা | বঙ্গাব্দ

‎পানছড়িতে দুই অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর নতুন ঘর উপহার ‎

‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মুসলিম নগর গ্রামে পানছড়ি সাব জোন কমান্ডার দুটি অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছেন।
  • আপলোড তারিখঃ 26-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 84668 জন
‎পানছড়িতে দুই অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর নতুন ঘর উপহার   ‎ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


‎ইকবাল হোসাইন  (পানছড়ি প্রতিনিধি):

‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মুসলিম নগর গ্রামে পানছড়ি সাব জোন কমান্ডার দুটি অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছেন।

‎শনিবার ( ২৬ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় পানছড়ি সাব জোনের জোন কমান্ডার মেজর মোঃ রিফাত হোসাইন পরিবার দুটির মাঝে ঘর বুঝিয়ে দেন।

‎এসময় জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে জনকল্যাণমূলক কর্মসূচীর কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে দেশ মাতৃকার সেবায় পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

‎অন্যান্যদের মাঝে, পানছড়ি সাব জোনের সিনিঃ ওয়াঃ অফিসার বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত