পানছড়ি প্রতিনিধি ,খাগড়াছড়ি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার আয়োজনে পানছড়ি সদরস্থ মোহাম্মদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর ২০২৫ ,মঙ্গলবার বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি, উপজেলা শাখার আয়োজনে মোহাম্মদপুর ইউনিটের সভাপতি হাফেজ মোঃ কাওসার এর সভাপতিত্বে মোহাম্মদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং জনগণের সেবা করার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাদের পাশে থাকার আহবান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ নুরুজ্জামান , প্রচার সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মোজাম্মেল হক, উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি সৈয়দ মজনু, সদর ইউনিয়ন সভাপতি মোঃ আনোয়ার সহ বিভিন্ন অংগ সংগেনের এর নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।