ঢাকা | বঙ্গাব্দ

শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি: তারেক রহমানের ৩১ দফার বার্তা জনতার মাঝে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে শার্শায় গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালির আয়োজন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
  • আপলোড তারিখঃ 11-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9719 জন
শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি: তারেক রহমানের ৩১ দফার বার্তা জনতার মাঝে ছবির ক্যাপশন: বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ
ad728


হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে শার্শায় গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালির আয়োজন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল, পুটখালী ও গোগা ইউনিয়নের বিভিন্ন বাজারে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন। শতাধিক মোটরসাইকেল অংশ নেয় র‍্যালিতে, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণসংযোগ কর্মসূচিতে একত্রিত হয়। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।


গণসংযোগ শুরুর আগে আবুল হাসান জহির আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত পুটখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেকের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।


সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা হাসান জহির বলেন,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির প্রয়োজনে বহু আগেই রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন। এর মূল লক্ষ্য হলো নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন। আজ আমরা সেই বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। বর্তমান স্বৈরাচারী শাসন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দেশকে রক্ষা করতে হলে এই কর্মসূচি বাস্তবায়ন অপরিহার্য।


গণসংযোগ ও র‍্যালিতে উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, আহম্মদ আলী শাহিন, আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মণ্টু, আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেনসহ ইউনিয়ন বিএনপির নেতারা অংশ নেন।


এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন এবং ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।