গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
অবৈধভাবে রাস্তায় মালামাল রেখে ব্যবসা করার অপরাধে ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
আজ রোববার (৩০ মার্চ) বিকেলে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন ।
মোবাইল কোর্ট সুত্র জানায়, অবৈধভাবে রাস্তায় মালামাল রেখে ব্যবসা করার অপরাধে পৌরশহরের জামতলা মোড়, রেলওয়ে স্টেশন, মিনি স্টেডিয়াম সংলগ্ন স্ট্যান্ড
এলাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, জনস্বার্থে এ অভিযানগুলো নিয়মিত চলমান থাকবে।