ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় মোটরসাইকেলে মাইক্রেবাসের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুর ২টার দিকে শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে
  • আপলোড তারিখঃ 10-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 33714 জন
বগুড়ায় মোটরসাইকেলে মাইক্রেবাসের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুর ২টার দিকে শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে

নিহতরা হলেন, শহরের কাটনারপাড়া এলাকার সজল (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)। তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, সজল ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে হাইওয়ের ওপর দিয়ে তিন মাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে একটি কালো মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুজন ছিটকে পড়ে যান। তখন পেছনে থাকা দ্রুতগামী একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে সজল ও পরে শজিমেক হাসপাতালে তার স্ত্রী মারা যান।





নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার