ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে একযোগে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 21-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11491 জন
গফরগাঁওয়ে একযোগে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ও বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ১৫টি ইউনিয়নে একযোগে ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
আজ সোমবার (২১ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ নির্দেশনায় উপজেলা শিক্ষা অফিস আয়োজনে বিদ্যালয়গুলোতে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলার চরআলগী ইউনিয়নের উত্তর চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে উদ্বোধক ছিলেন গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূঁইয়া।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার সায়মা সুলতানা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
প্রতিটি ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে
আয়োজিত মা সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত মায়েদের বক্তব্যে পূর্বের চেয়ে লেখাপড়া অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত