অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মাদ্রাসা ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের জামিয়া রহমানীয়া মহিলা মাদ্রাসায় ইকরা কালচারাল সেন্টার ইউনাইটেড স্ট্যাট অব আমেরিকা এ বস্ত্র বিতরণ করেন।
মাদ্রাসার প্রতিষ্টাতা প্রিন্সিপাল মাও. আসাদুল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জার্নাল অব কান্ট্রিব বিডি.কম'র সম্পাদক নজরুল ইসলাম সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জার্নাল অব কান্ট্রি'র নির্বাহী সম্পাদক আলী রহমান খান, সহকারী সম্পাদক সম্পাদক আমিনুল হক নজরুল,কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মাহফুজুর রহমান ও জার্নাল অব কান্ট্রি'র বার্তা সম্পাদক সুফিয়ান তাসদিক প্রমূখ।
উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একশত ত্রিশজন ছাত্রীকে বিনামূল্যে বস্ত্রবিতরণ করা হয়েছে।