ঢাকা | বঙ্গাব্দ

কাউকে অস্থায়ীভাবে ক্ষমতায় বসানোর জন্য দেশ স্বৈরাচার মুক্ত হয়নি- খোকন তালুকদার

কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, কাউকে অস্থায়ীভাবে ক্ষমতায় বসানোর জন্য দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। নির্বাচন ছাড়া কাউকে ৫ বছর ক্ষমতায় দেশের মানুষ দেখতে চায় না। সবাই চায় দ্রুত নির্বাচন।
  • আপলোড তারিখঃ 19-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 33282 জন
কাউকে অস্থায়ীভাবে ক্ষমতায় বসানোর জন্য দেশ স্বৈরাচার মুক্ত হয়নি- খোকন তালুকদার ছবির ক্যাপশন: খোকন তালুকদার
ad728


মাদারীপুর প্রতিনিধি:

কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, কাউকে অস্থায়ীভাবে ক্ষমতায় বসানোর জন্য দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। নির্বাচন ছাড়া কাউকে ৫ বছর ক্ষমতায় দেশের মানুষ দেখতে চায় না। সবাই চায় দ্রুত নির্বাচন।

মঙ্গলবার বিকেলে মাদারীপুরে  জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, কিছু লাবালক দল, কিছু অবুঝ শিশুরা বলে বেড়াচ্ছে জাতীয় নির্বাচন হবে না। অথচ বিএনপি যতদিন মাঠে আন্দোলন করেছে, ততদিন সেই শিশুদের বয়সও হয়নি। আন্দোলনের মাধ্যমে জীবন দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছে। শহীদ পরিবারগুলো দ্রুত নির্বাচন চায়, নির্বাচিত সরকারকে দেখতে চায়।

আগামী ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে খোকন তালুকদার বলেন, রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনেছে দেশের জনগন। তাই সঠিক সময়ে সুন্দর একটি নির্বাচন দিতে হবে। নির্বাচনের ডাক যখন এসেছে, তখনই ধানের শীষের আওয়াত উঠেছে। আগামী নির্বাচনে দেশের মানুষের ভালবাসা ও ভোটের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্ব ক্ষমতায় আসবে বিএনপি। 

জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেকের পানিতে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, শহরের বিভিন্ন স্থানে ৫ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপন এবং ডাস্টবিন স্থাপন করা হয় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শহরকে সুন্দর রাখতে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান নেতারা। পরে বিকেলে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট আলিম চোকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি, আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বিএম আরিফুল ইসলাম দুলালের নেতৃত্বে আলাদা একটি বর্নাঢ্য রালী বের করে দলের নেতাকর্মীরা। মাদারীপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া র‌্যালীটি ডিসিব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। জাতীয় নির্বাচন সামনে রেখে শক্তি বাড়াচ্ছে সংগঠনটি বলে জানান নেতারা। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন কালু, পৌর যুবদলের আহবায়ক বাশার মাতুব্বরসহ অনেকেই।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।